চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৪ ফার্মেসিকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৮:৫৪ পিএম, ১৯ জুন ২০২৩

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় চুয়াডাঙ্গায় বিভিন্ন ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৯ জুন) দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার নীলমণিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে চারটি ফার্মেসিকে এ জরিমানা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক সজল আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নীলমণিগঞ্জ এলাকার মেসার্স মা ফার্মেসিতে প্রচুর পরিমাণে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক সুফল কুমার ফোজদারকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। একই অপরাধে মেসার্স আনোয়ারা ফার্মেসির মালিক আব্দুল্লাহ আল মামুনকে দুই হাজার, মেসার্স দত্ত ফার্মেসির মালিক কৃষ্ণ কুমার দত্তকে দুই হাজার টাকা এবং মেসার্স মেডিসিন সেন্টারের মালিক কামাল হোসেনকে ছয় হাজার টাকা জরিমানা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়।

হুসাইন মালিক/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।