ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে প্রাণ গেলো কৃষকের
ফাইল ছবি
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে সাজেদুর রহমান (৩৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ জুন) দুপুরে উপজেলার দয়ারামপুর গ্রামে এ ঘটনা ঘটে। সাজেদুর ওই গ্রামের কাবিল উদ্দিন বিশ্বাসের ছেলে।
স্থানীয়রা জানান, সাজেদুর রহমান দুপুরে ক্ষেতে কাজ করছিলেন। এ সময় হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। এতে আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোটচাঁদপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) শাহ মো. আব্দুল আজিজ জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আব্দুল্লাহ আল মাসুদ/এসজে/এএসএম