ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে প্রাণ গেলো কৃষকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৫:১২ পিএম, ২০ জুন ২০২৩
ফাইল ছবি

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে সাজেদুর রহমান (৩৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ জুন) দুপুরে উপজেলার দয়ারামপুর গ্রামে এ ঘটনা ঘটে। সাজেদুর ওই গ্রামের কাবিল উদ্দিন বিশ্বাসের ছেলে।

স্থানীয়রা জানান, সাজেদুর রহমান দুপুরে ক্ষেতে কাজ করছিলেন। এ সময় হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। এতে আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোটচাঁদপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) শাহ মো. আব্দুল আজিজ জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আব্দুল্লাহ আল মাসুদ/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।