বাহারি ফল পেয়ে খুশি সুবিধাবঞ্চিত শিশুরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৭:৩৫ পিএম, ২০ জুন ২০২৩

পুষ্টির চাহিদা চিন্তা করে গাইবান্ধার সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে জুম গাইবান্ধায় ফল উৎসব হয়েছে।

মঙ্গলবার (২০ জুন) বিকেলে পৌর শহরের রেলস্টেশন প্ল্যাটফর্ম চত্বরে জুম বাংলাদেশ স্কুল প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হয়।

ফল উৎসব অনুষ্ঠানে জুম বাংলাদেশ স্কুলের ৬০ সুবিধাবঞ্চিত শিশু অংশ নেন। আম, কাঁঠাল, কলা, লিচু, আনারস, পেয়ারা, তরমুজ, লটকনসহ দেশি জাতের বিভিন্ন সুস্বাদু ফল দিয়ে এ উৎসব সাজানো হয়।

শিশুদের ফল উৎসবে গাইবান্ধা সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসির উদ্দিন শাহ, জুম বাংলা ইয়ুথ ফাউন্ডেশনের সমন্বয়ক মো. মেহেদী হাসান, এনটি স্মরণ, শিক্ষক ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

শিশু ইসরাত জাহান মিতু জানায়, স্কুলের ফল উৎসব আমাদের অনেক আনন্দিত করেছে। অনেক সময় এসব ফল আমরা খেতে পারি না। জুম বাংলাদেশ স্কুলে প্রতি বছর ফল উৎসবের আয়োজন করে।

জুম বাংলাদেশ স্কুলের সমন্বয়ক মেহেদী হাসান বলেন, সমাজের ঝরে পড়া, সুবিধাবঞ্চিত শিশুদের ধীরে ধীরে প্রিয় পাঠশালা হয়ে উঠছে জুম বাংলাদেশ স্কুল। শিক্ষার আলো সবার মাঝে ছড়িয়ে দিতে গাইবান্ধায় ছয় বছর ধরে পরিচালিত হচ্ছে এ স্কুলটি।

এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।