কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো শিশুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ০৬:০৩ এএম, ২২ জুন ২০২৩
ফাইল ছবি

গাজীপুরের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে হুমাইসা আক্তার ময়না (৩) নামে এক শিশু নিহত হয়েছে। শিশু হুমাইসা আক্তার ময়না তুমুলিয়া গ্রামের ছাফির উদ্দিন শেখের মেয়ে।

বুধবার (২১ জুন) বিকেলে টঙ্গী-ভৈরব রেল সড়কের উপজেলার আড়িখোলা রেলওয়ে স্টেশনের অদূরে তুমুলিয়া রেলক্রসিং সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) রকিবুল ইসলাম ভূঁইয়া।

এএসআই রকিবুল ইসলাম ভূঁইয়া বলেন, বিকেলে সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই শিশুর মৃত্যু হয়। পরে তার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, তুমুলিয়া রেলক্রসিং সংলগ্ন এলাকায় রেল সড়ক ঘেঁষে থাকা বাড়িতে বসবাস করতো শিশু হুমাইসা। বুধবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে হঠাৎ করেই রেল লাইনে চলে যায় হুমাইসা। ঠিক ওই সময়েই সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেন ওই লাইন অতিক্রম করছিল।

আব্দুর রহমান আরমান/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।