শরীয়তপুরে ট্রাক উল্টে হেলপার নিহত
শরীয়তপুর পৌরসভার মনোহর বাজার মোড়ে বালু ভর্তি ট্রাক উল্টে ট্রাকের হেলপার টুটুল সিকদার (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের চালকসহ আরও ২ জন আহত হয়েছেন। সোমবার বেলা ১২টার দিকে মনোহর বাজার মোড়ে এ ঘটনা ঘটে। আহতদের চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত টুটুল সিকদার মাদারীপুর জেলার সদর উপজেলার নতুন জজ কোর্ট এলাকার বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানায়, মাদারীপুর থেকে বালু নিয়ে মনোহর বাজার নির্মাণাধীন ব্রিজে যাওয়ার পথে মনোহর বাজার মোড়ে ট্রাকের সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খালে পড়ে যায়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন ট্রাকের হেলপার টুটুল।
এসময় ট্রাকের চালকসহ ট্রাকে থাকা মাদারীপুর জেলার সদর উপজেলার নতুন জজ কোর্ট এলাকার আমির বেপারীর ছেলে তুষার বেপারীসহ (১৫) আরও এক শ্রমিক আহত হন। পরে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।
ছগির হোসেন/এফএ/আরআইপি