জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইদের মারধরে প্রাণ গেলো যুবকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৭:৪৫ পিএম, ২৪ জুন ২০২৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইদের মারধরে শাহাদত হোসেন (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (২৪ জুন) বিকেলে উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিরামপুর মধ্যপাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শাহাদত হোসেন ওই গ্রামের আব্দুল জলিলের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শাহাদত হোসেনের চাচা তার দাদিকে ভরণপোষণ দেন না। সে কারণে দাদি তার বাবা আব্দুল জলিলের নামে জমি লিখে দেন। এতে চাচাসহ চাচাতো ভাইয়েরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে শনিবার সকালে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এতে প্রতিপক্ষ জাহিদুল, পলাশ ও জাহাঙ্গীর আলম চাচাতো ভাই শাহাদতকে পিটিয়ে হত্যা করেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

শামীম সরকার শাহীন/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।