রাঙ্গামাটিতে জমে উঠেছে কোরবানির পশুর হাট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৫:৩৬ পিএম, ২৫ জুন ২০২৩

রাঙ্গামাটিতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। শহরের ট্রাক টার্মিনালের পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের ভিড় বেড়েছে।

হাট ঘুরে দেখা যায়, বিভিন্ন উপজেলা থেকে এ হাটে গরু ও ছাগল নিয়ে আসছেন খামারিরা। ক্রয়-বিক্রয় শেষে ট্রাকে করে ঢাকা ও চট্টগ্রামে নিয়ে যান।

jagonews24

বরকল থেকে গরু নিয়ে বাজারে আসা নুরু মিয়া বলেন, সাতটি গরু নিয়ে হাটে এসেছি। ক্রেতারা আসছেন তবে এখন পর্যন্ত একটিও বিক্রি করতে পারিনি।

ফরিদ হোসেন নামের একজন জানান, দুটি গরু নিয়ে বাজারে এসেছিলাম। একটি গরু ৮০ হাজার টাকা দিয়ে বিক্রি করেছি। অন্যটিও সেরকম দাম পেলে বিক্রি করবো।

আরও পড়ুন: জমজমাট কোরবানির পশুর হাট 

jagonews24

গরু ব্যাপারী ইলিয়াস মোল্লা বলেন, ১৩টি গরু ক্রয় করেছি। আরও কয়েকটা নিয়ে ট্রাকে করে চট্টগ্রামে নিয়ে যাবো। সেখানে গরুর দাম ভালো পাওয়া যায়।

রাঙ্গামাটির কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন জানান, হাটে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও একটি কন্টোলরুম খোলা হয়েছে সেখানে জাল নোট পরীক্ষার মেশিন বসানো হয়েছে।


সাইফুল উদ্দীন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।