কোরবানির ঈদে ৬ দিন বন্ধ বাংলাবান্ধা স্থলবন্দর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৩:২৪ পিএম, ২৬ জুন ২০২৩

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মঙ্গলবার (২৭ জুন) থেকে টানা ছয় দিন বন্ধ থাকবে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার চতুর্দেশীয় বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি। সোমবার সকালে বাংলাবান্ধা আমদানি-রপ্তানি গ্রুপ এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাবান্ধা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সই করা এক চিঠিতে বলা হয়েছে, ঈদুল আজহা উপলক্ষে স্থলবন্দর কাস্টমস, বাংলাবান্ধা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও বাংলাবান্ধা আমদানি রপ্তানিকারক গ্রুপের সিদ্ধান্ত মতে মঙ্গলবার সকাল থেকে ২ জুলাই পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি রপ্তানি বন্ধ থাকবে।

৩ জুলাই থেকে তেঁতুলিয়ার বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ি স্থলবন্দর দিয়ে আবারও পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। তবে স্থলবন্দর বন্ধের সময়ও বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ-ভারত যাতায়াত স্বাভাবিক স্বাভাবিক থাকবে।

সফিকুল আলম/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।