ঝিনাইদহে পিকআপভ্যান-থ্রি-হুইলার সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ২৬ জুন ২০২৩

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পিকআপভ্যান ও যাত্রীবাহী থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

নিহতরা হলেন উপজেলার ঠিকাডাঙ্গা গ্রামের থ্রি-হুইলারচালক আবুল কালাম এবং একই উপজেলার সাতগাছিয়া গ্রামের শরিফুল ইসলামের মেয়ে শরিফা খাতুন।

সোমবার (২৬ জুন) রাত ৮টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ উপজেলার পিরোজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে যশোর হাসপাতালে পাঠায়।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ বলেন, যাত্রীবাহী থ্রি-হুইলার কালীগঞ্জ থেকে বারো বাজারের দিকে যাচ্ছিল। বারো বাজারের কাছে পিরোজপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে থ্রি-হুইলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এসময় আহত হন থ্রি-হুইলারে থাকা অন্য চার যাত্রী। সংঘর্ষে দুটি যানই দুমড়ে মুচড়ে যায়।

ঘটনার সত্যতার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

আব্দুল্লাহ আল মাসুদ/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।