গাজীপুর

বাড়ি ছুটছেন পোশাক শ্রমিকরা, বিভিন্ন স্থানে যানবাহনের ধীরগতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১০:৪০ এএম, ২৭ জুন ২০২৩

পবিত্র ঈদুল আজহার ছুটি কাটাতে গ্রামের দিকে যাত্রা শুরু করেছে চাকরির সুবাদে গাজীপুরে বসবাসকারী মানুষ। সোমবার (২৬ জুন) গাজীপুরের কিছু কারখানা ছুটি হলে দুপুরের পর থেকে গন্তব্যের দিকে যাত্রা শুরু করেন হাজার হাজার পোশাক শ্রমিক। গাজীপুরের বিভিন্ন ব্যস্ততম স্থানগুলোতে যানবাহনের জন্য অপেক্ষা করতে দেখা গেছে।

সন্ধ্যার পর থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা, কালিয়াকৈরের চন্দ্রা মোড়সহ বিভিন্ন স্থানে থেমে থেকে যানজটের সৃষ্টি হয়।

এদিকে মঙ্গলবার গাজীপুরের প্রায় সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হবে। আর দুপুরের পর থেকে ঈদে ঘরমুখো যাত্রীদের থাকবে প্রচণ্ড ভিড়। সোমবার বেশ কিছু কারখানা ছুটি হওয়ার পর যারা বাড়ি যেতে পারেনি তাদের মঙ্গলবার সকাল থেকেই টঙ্গী, স্টেশন রোড, বোর্ড বাজার, চান্দনা চৌরাস্তা, কোনাবাড়ি, চন্দ্রা মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম স্থান গুলো মহাসড়কে যানবাহনের জন্য অপেক্ষা করতে দেখা যায়।

মঙ্গলবার সকালে টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহন ও যাত্রীদের জটলা সৃষ্টি হচ্ছে। যানবাহনের ধীর গতির কারণে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে।

jagonews24

ময়মনসিংহগামী সৌখিন পরিবহনের চালক ইলিয়াস হোসেন বলেন, মহাখালী থেকে সকাল সাড়ে ৮টায় রওয়ানা দিয়ে দ্রুত টঙ্গী পর্যন্ত এসেছি। যাত্রীবাহী বাসগুলোর সিট পরিপূর্ণ না হওয়ায় অনেকে ফ্লাইওভার ব্যবহার না করে নিচ দিয়ে গাজীপুরের দিকে যাচ্ছে। এতে ব্রিজের নিচের অংশে বিভিন্নস্থানে যানবাহন ধীর গতিতে চলে। কখনো যানজটের সৃষ্টি হয়।

নেত্রকোনাগামী পরিবহন চালক আবুল হোসেন বলেন, বিআরটি প্রকল্পের কারণে ঢাকা থেকে গাজীপুরগামী সড়কে একটি সরু লেন আছে। ফলে রাস্তায় যেসব বাস যাত্রী ওঠানোর জন্য থামছে এর পেছনে অন্য যানবাহনের দীর্ঘ সারি হচ্ছে। টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত কোথাও বাসস্ট্যান্ড না থাকায় যাত্রীবাহী সব পরিবহনই সড়কের ওপরই যাত্রী ওঠানামা করে। ফলে যানবাহনের দীর্ঘ সারি হয়ে যানজটের সৃষ্টি হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আলমগীর হোসেন জাগো নিউজকে বলেন, গত ঈদের মতো এবারো যানজটমুক্ত পরিবেশে যাত্রীরা গন্তব্যে পৌঁছাতে পারবে। সড়কে শৃঙ্খলা আনতে পুলিশ সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। কোথাও কোনো যানজটের সৃষ্টি হলে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে। যাত্রীদের নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে আমরা বদ্ধপরিকর।

মো. আমিনুল ইসলাম/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।