টাঙ্গাইলে ডায়রিয়ার প্রকোপ
টাঙ্গাইলে ব্যাপক আকারে ডায়রিয়া দেখা দিয়েছে। সোমবার সকাল থেকে এ পর্যন্ত টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে এ রোগে আক্রান্ত হয়ে ৮০ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে টাঙ্গাইল টেক্সটাইল ইন্সটিটিউটের ছাত্রই ভর্তি হয়েছে ২০ জন।
এ ব্যাপারে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নূর মোহাম্মদ জানান, শীতের শুরু আর শেষ দিকে ডায়রিয়া রোগের ব্যাপকতা দেখা দেয়।
হাসপাতালের ডায়ারিয়া ওয়ার্ডে ১৫ জন রোগী ভর্তির ব্যবস্থা থাকলেও এ পর্যন্ত ভর্তি হয়েছেন ৮০ জন। এর মধ্যে এ রোগে বেশি আক্রান্ত হচ্ছে শিশু, বৃদ্ধ ও যুবকরা।
এমএএস/পিআর