কালীগঞ্জে ৫ হোটেল-রেস্তোরাঁকে জরিমানা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশিত: ০১:০৬ পিএম, ২৭ জুন ২০২৩

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় পাঁচটি হোটেল-রেস্তোরাঁকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৬ জুন) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিজুর রহমান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফছা নাদিয়া যৌথভাবে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ka-(2).jpg

ইউএনও আজিজুর রহমান বলেন, বিকেলে উপজেলার কালীগঞ্জ বাজার বাসস্ট্যান্ড এলাকার কয়েকটি হোটেল ও রেস্তোরাঁয় অভিযান চালানো জয়। এ সময় লাইসেন্স না থাকায় বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইনে ওই এলাকার হাজী বিরিয়ানি, নান্না বিরিয়ানি, রাজধানী হোটেল, আল আমিন হোটেল ও কুমিল্লা মিষ্টান্ন ভান্ডারকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।

আব্দুর রহমান আরমান/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।