নাটোরে বাসচাপায় ব্যবসায়ী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৩:৫০ পিএম, ২৭ জুন ২০২৩

নাটোরের বড়াইগ্রামে বাসের চাপায় আবুল হোসেন তালুকদার (৫৫) নামে এক সার ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ জুন) সকাল ৬টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের আহেমদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল হোসেন তালুকদার উপজেলার বালিয়া গ্রামের মৃত মাহমুদুল্লাহ তালুকদারের ছেলে এবং বিসিআইসির সারের ডিলার ছিলেন।

জানা যায়, সকালে মোটরসাইকেল নিয়ে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে যাওয়ার পথে আহমেদপুর এলাকায় একটি বাস আবুল হোসেনকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অজ্ঞাত বাসটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

রেজাউল করিম রেজা/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।