ভৈরবে পশুর হাটে ক্রেতাদের ভিড়, কেনাবেচা চলছে হরদম

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৭:১৬ পিএম, ২৭ জুন ২০২৩

কিশোরগঞ্জের ভৈরবে জমে উঠেছে কোরবানির পশুর হাট। শেষ মুহূর্তে গরু-ছাগলের কেনাবেচা চলছে হরদম। হাটে এখন শহরের বাসিন্দাদের উপস্থিতিই বেশি। তাদের অনেকে পছন্দের পশু কিনছেন। জেলার ভৈরবের নাটালের গরুর হাটসহ বাঁশগাড়ি, মেন্দিপুর ও গজারিয়া এলাকার পশুর হাটগুলো ঘুরে এমন চিত্র দেখা গেছে।

মঙ্গলবার (২৭ জুন) বিকেলে ভৈরব পৌর শহরে নাটাল সংলগ্ন গরুর হাটে গিয়ে দেখা যায়, ক্রেতারা পছন্দের পশু কিনতে কোরবানির হাটে ভিড় করেছেন। হাটে ছোট-বড় দেশ- বিদেশি নানা জাতের ষাড়, বলদ, বকনা, মহিষ ও ছাগল উঠতে দেখা গেছে।

ওই হাটে গরু নিয়ে আসা স্থানীয় ব্যাপারী ও বিক্রেতারা জানিয়েছেন, কোরবানির পশু বেচাকেনা বেশ জমে উঠেছে। ক্রেতারা এখন দামের দিকে না তাকিয়ে পছন্দের পশু কিনছেন। বাজারে ১ লাখ টাকা থেকে শুরু করে ৫ লাখ টাকা দামের গরু-মহিষ রয়েছে। এছাড়া ১০-২০ হাজার টাকা দামের বিভিন্ন জাতের ছাগল রয়েছে।

উপজেলার আগানগর গ্রামের খামারি রোমান মিয়া জাগো নিউজকে বলেন, ছয়টি বড় গরু নিয়ে বাজারে এসেছিলাম। চারটি গতকাল সোমবার বিক্রি করে দিয়েছি। আজ দুটি বলদ গরু বিক্রি করেছি। এরমধ্যে একটির দাম ১ লাখ ৭০ হাজার টাকা, অন্যটি ১ লাখ ৭৫ হাজার টাকায় বিক্রি হয়েছে।

তিনি জানান, হাটে শেষ মুহূর্তে ক্রেতাদের ভিড় বেড়েছে। ক্রেতারা কোরবানির উদ্দেশে পছন্দের পশু কিনছেন। দরদামের চেয়ে ক্রেতারা এখন পছন্দের পশু কিনতেই বেশি মনোযোগী।

কালিপুরের বাসিন্দা ব্যবসায়ী রায়হান মিয়া বলেন, প্রতি বছরই ঈদের দু-একদিন আগে কোরবানির গরু কিনি। আজ বাজারে এলাম গরু কিনতে। অনেক ঘুরে পছন্দমতো ১ লাখ ৭৫ হাজার টাকায় একটি বলদ গরু কিনেছি।

রাজীবুল হাসান/এমকেআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।