ছাগলের হাট

ফরিদপুরে ক্রেতার চেয়ে ব্যাপারী বেশি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৮:৪১ পিএম, ২৮ জুন ২০২৩

রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। ফরিদপুর শহরের অস্থায়ী হাটে পানির দরে বিক্রি হচ্ছে ছাগল। হাটে ক্রেতার চেয়ে ব্যাপারী বেশি। বুধবার (২৮ জুন) বিকেলে বিসর্জন ঘাট এলাকায় অস্থায়ী হাটে এ দৃশ্য দেখা যায়।

বাজার ঘুরে দেখা যায়, অস্থায়ী ওই হাটে প্রচুর পরিমাণে ছাগল উঠেছে। গৃহস্থ ও ব্যবসায়ীরা শেষ সময়ে ছাগল বিক্রি করতে জড়ো হন। কিন্তু ক্রেতার চেয়ে বিক্রেতা বেশি হওয়ায় গত বারের তুলনায় দাম কম। গড়ে ৯ কেজি ওজনের একটি ছাগল বিক্রি হচ্ছে ১৬ হাজার টাকায়।

ছাগল বিক্রেতা মজিবর মোল্লা জাগো নিউজকে বলেন, গত বারের তুলনায় এবার ছাগলের দাম খুবই কম। পানির দরে বিক্রি হচ্ছে। গত বছর যে ছাগল ২৫ হাজার টাকায় বিক্রি হয় সেটি এবার ১৫-১৬ হাজার টাকায়ও বিক্রি করতে পারছি না।

jagonews24

তোতা ছাগল বিক্রেতা রুস্তম আলী জাগো নিউজকে বলেন, এবার শেষ দিনেও তেমন দাম পাচ্ছি না। দুপুরের দিকে চারটি তোতা ছাগল বিক্রি করতে আনছি। সন্ধ্যা হতে চললো বিক্রি করতে পারিনি। যে দাম বলে তাতে বিক্রি করলে লোকসান হবে। জানি না শেষ পর্যন্ত ছাগলগুলো বিক্রি করতে পারবো কিনা।

হাটে আসা মিজানুর রহমান নামের এক ক্রেতা জানান, শেষ সময়ে ছাগলের তুলনামূলক কম। কোরবানির জন্য দুই লাখ টাকা দিয়ে গরু কিনেছি। শেষ সময়ে এসেছি একটি ছাগল কিনতে। ১০ কেজি ওজনের একটি ছাগল ১৭ হাজার টাকা দিয়ে কিনেছি।

এ বিষয়ে কানাইপুর থেকে আসা ব্যাপারী দেলোয়ার কাজী জাগো নিউজকে বলেন, শেষদিনে দাম একটু কম। তাই বেশি করে কিনে রাখতেছি যাতে ঈদের পরে বিক্রি করা যায়।

এন কে বি নয়ন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।