১০ বছর পর নিজ গ্রামে ঈদ উদযাপন করলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
দীর্ঘ ১০ বছর ৪১ দিন রাষ্ট্রপতির দায়িত্ব পালন শেষে এবার নিজ গ্রাম কিশোরগঞ্জের হাওরে ঈদুল আজহা উদযাপন করেছেন মো. আবদুল হামিদ।
বৃহস্পতিবার (২৯ জুন) সকাল ৯টায় বৃষ্টির কারণে জেলার মিঠামইন উপজেলার কামালপুরের নিজ বাড়ির জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন সাবেক রাষ্ট্রপতি। এসময় তার সঙ্গে ছিলেন বড় ছেলে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমদ তৌফিক ও পরিবারের অন্যান্য সদস্যরা।
কামালপুর মসজিদে ঈদুল আজহার জামাতে ইমামতি করেন মওলানা আবু তাহের।
নামাজ শেষে মো. আবদুল হামিদ মা-বাবাসহ আত্মীয়-স্বজনের কবর জিয়ারত করেন। পরে আবদুল হামিদ ও ছেলে রেজওয়ান আহমদ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান।
এর আগে গত ২৬ জুন দুপুর আড়াইটার দিকে কিশোরগঞ্জের খরমপট্টি বাসভবন থেকে সড়কপথে মিঠামইনের উদ্দেশ্যে রওয়ানা দেন তিনি। বাসা থেকে বের হওয়ার পর তাকে স্বাগত জানাতে রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এছাড়া হাওরের প্রবেশপথ করিমগঞ্জের বালিখলাঘাট এলাকায় শতশত ইঞ্জিনচালিত নৌকা নিয়ে নেচে-গেয়ে তাকে স্বাগত জানিয়ে মিঠামইনের কামালপুরের বাড়িতে নিয়ে যায় হাওরবাসী।
এসকে রাসেল/এমআইএইচএস