বড়াইগ্রামে বজ্রপাতে ভ্যানচালকের মৃত্যু
ফাইল ছবি
নাটোরের বড়াইগ্রামে বজ্রপাতে ভোলা (১৭) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩০ জুন) দুপুর ২টার সময় বনপাড়া পৌর এলাকার মহিষভাঙ্গা মহল্লায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত ভোলা বনপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দিয়ারপাড়া গ্রামের মধু প্রামাণিকের ছেলে।
আরও পড়ুন: ব্রহ্মপুত্রে গোসলে নেমে কিশোর নিখোঁজ
এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুরে নিজ বাড়িতে খাবারের উদ্দেশ্যে বনপাড়া বাজার থেকে ভ্যান যোগে বাড়ি ফিরছিল ভোলা। পথে মহিষভাঙ্গা এলাকায় হঠাৎ বজ্রপাতে তার শরীর ঝলসে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এটা খুবই দুঃখজনক ঘটনা।
রেজাউল করিম রেজা/জেএস/এএসএম