পুকুরে মাছ ধরা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০
লক্ষ্মীপুরে পুকুরে মাছ ধরা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (৩০ জুন) দুপুরে সদর উপজেলার টুমচর ইউনিয়নের টুমচর গ্রামে মজুমদার বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত নিবা রাণী, অজয় ও বন্ধন নামে তিনজন সদর হাসপাতালে চিকিৎসাধীন। এরমধ্যে নিবা রাণী ও অজয়ের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মজুমদার বাড়িতে সৌর মজুমদারদের মালিকানাধীন একটি পুকুর রয়েছে। একই পুকুরে অংশীদার হিসেবে নব কুমার মজুমদাররা জমির মালিকানা দাবি করেন। ঘটনার সময় ওই পুকুরে নব কুমাররা মাছ ধরতে যান। উভয়পক্ষ বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এসময় নব কুমার, তার ভাই মানিক ও ছেলে প্রান্ত মজুমদারসহ ৮-১০ জন প্রতিপক্ষ সৌর মজুমদার ও তার চাচা অজয়ের ওপর হামলা করে। একপর্যায়ে সৌরদের বাড়িতে গিয়েও নব কুমাররা হামলা চালায়। এসময় নিবা রাণী, তৃপ্তি রাণী ও প্রাপ্তি রাণীসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়।
আরও পড়ুন: শাটলের সিট নিয়ে বিতণ্ডা, ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ
অভিযুক্ত নব কুমার মজুমদার জানান, পুকুরে তাদের মালিকানা রয়েছে। সৌর মজুমদারদের ওপর হামলার অভিযোগ সত্য নয়।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কাজল কায়েস/আরএইচ/এএসএম