হামলার বিষয়ে যা বললেন রনি
নাটোরে হামলা ও ব্যবহৃত গাড়ি ভাঙচুরের বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন কৌতুক অভিনেতা আবু হেনা রনি। শনিবার (১ জুলাই) বিকেলে তার ভেরিফাইড ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে বিষয়টি স্পষ্ট করেন তিনি।
সেখানে তিনি লিখেন, ‘কিছু অপেশাদার সাংবাদিক ভুলভাবে নিউজ করেছে। এজন্য দুঃখিত। পাশের এলাকার সিনেমা হলের সামনে আমার বন্ধুদের সঙ্গে কিছু লোকের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। তাদেরই গাড়ি ভাঙচুর হয়। আমি উপস্থিত থাকায়, যত্ন করে আমার নামটা দিয়েছে। এতে আসল ভিকটিম ও আসল অপরাধী দুজনের নামই ঢাকা পড়েছে।’
আরও পড়ুন: নাটোরে কৌতুক অভিনেতা রনির ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ
পোস্টে তিনি লিখেন, ‘যারা আমার আহত হবার খবর শুনে খুশি হয়েছেন তাদের জন্য সমবেদনা। আর যারা কষ্ট পেয়েছেন তাদের জন্য ভালোবাসা। চলেন উল্লাস করি।’
এর আগে ৩০ জুন (শুক্রবার) সন্ধ্যা ৬টার দিকে গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারের আদম শাহ মোড়ের সিনেমা হলের সামনে রনি ও তার বন্ধুদের উপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আরএইচ/এমএস