কয়লা নিয়ে পায়রা বন্দরে আরও এক বিদেশি জাহাজ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ১১:২৬ এএম, ০২ জুলাই ২০২৩

পায়রা বন্দরে ৩৬ হাজার ৫৭০ মেট্রিক টন কয়লা নিয়ে ভিড়েছে এমভি পাভো ব্রেভ নামের আরও একটি বিদেশি জাহাজ। রোববার (২ জুলাই) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান।

আরও পড়ুন: পায়রা বন্দরে সবচেয়ে বড় জাহাজ ভিড়বে এপ্রিলের প্রথম সপ্তাহে

বন্দর কর্তৃপক্ষ জানায়, শনিবার মধ্যরাতে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে জাহাজটি পায়রা বন্দরের আউটারেজে এসে পৌঁছায়। বর্তমানে পানামার পতাকাবাহী জাহাজটি ইনার অ্যাংকোরেজে নিয়ে আসা হচ্ছে। তাপবিদ্যুৎ কেন্দ্র পুনরায় চালু হওয়ার পর কয়লা নিয়ে আসা দ্বিতীয় জাহাজ। ইনার অ্যাংকোরেজে পৌঁছানোর পর লাইটারের মাধ্যমে কয়লা খালাস কার্যক্রম শুরু হতে পারে।

গত ২২ জুন ৪১ হাজার ২০৭ মেট্রিক টন কয়লা নিয়ে এমভি অ্যাথেনা নামের একটি জাহাজ বন্দরে আসে। ওই কয়লা দিয়ে ২৫ জুন বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে যায়।

এর আগে ৫ জুন কয়লা সংকটের কারণে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রটি পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল।

আসাদুজ্জামান মিরাজ/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।