অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ১২:২৭ পিএম, ০৩ জুলাই ২০২৩
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে সোহাগ (২৫) নামের এক চালকের মৃত্যু হয়েছে। রোববার (২ জুলাই) দিনগত রাতে উপজেলার পাইনাদি হাজিনগর সিআইখোলা এলাকার এ ঘটনা ঘটে।

সোহাগ কুমিল্লার মুরাদনগরের জাররা গ্রামের মৃত আব্দুল মালেক মিয়ার ছেলে। বর্তমানে তিনি পরিবার নিয়ে সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকায় বসবাস করতেন।

আরও পড়ুন: পাখিভ্যানে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা ও শিশুর মৃত্যু 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন সোহাগ। প্রতিদিনের ন্যায় রোববার রাতে তিনি অটোরিকশা চার্জ দিতে সিআইখোলা এলাকার রুবেলের গ্যারেজে যান। চার্জ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান।

তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।


রাশেদুল ইসলাম রাজু/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।