উদ্দেশ্য সবুজায়ন

৬০১ কিমি সাইক্লিং করে কুয়াকাটায় দুই যুবক

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০৮:৪৬ এএম, ০৪ জুলাই ২০২৩

সিলেটের সীমান্তবর্তী এলাকা তামাবিল জিরো পয়েন্ট থেকে ছয়দিনে ৬০১ কিলোমিটার পথ সাইক্লিং করে কুয়াকাটায় পৌঁছেছেন চিন্ময় ও প্রবাল নামের দুই যুবক।

গত ২৮ জুন তামাবিল থেকে তারা যাত্রা শুরু করেন। সোমবার (৩ জুলাই) বিকেলে কুয়াকাটায় পৌঁছান। পথে বিভিন্ন শহরের অলিগলি, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে সচেতন করেন তারা। তাদের এ সাইক্লিংয়ের উদ্দেশ্য হলো শহরের প্রতিটি বাসাবাড়ি, অফিস, ছাদ এবং পতিত জায়গায় সবুজায়নের উদ্যোগ নেওয়া।

jagonews24

সাইক্লিং করা দুই যুবকের মধ্যে সবুজ কুমার বর্মন (প্রবাল) ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দা। তিনি পেশায় একজন বেসরকারি চাকরিজীবী। চিন্ময় সাহা দিগন্ত ঢাকার কৈলাশ ঘোষ লেন এলাকার বাসিন্দা। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্র।

সবুজ কুমার বর্মন জাগো নিউজকে বলেন, প্রতিটি শহরে তাপমাত্রা বেড়েই চলেছে। আমাদের সাইক্লিংয়ের উদ্দেশ্য হলো এ তাপমাত্রা কীভাবে কমানো যায় সেটা নিয়ে কাজ করা।

jagonews24

চিন্ময় সাহা জাগো নিউজকে বলেন, গ্রামে এখনো সবুজায়নের দেখা মেলে কিন্তু শহরগুলো অতিরিক্ত বিল্ডিং এবং জনসমুদ্রে পরিণত হওয়ার কারণে দিন দিন গাছ লাগানোর প্রবণতা কমে গেছে। তাই আমাদের দাবি সরকার যখন ভবন করার জন্য অনুমতি দেবে সেখানে যেন অন্তত সবুজায়ন পরিবেশ কিংবা ছাদবাগানের বাধ্যবাধকতা করে দেওয়া হয়।

আসাদুজ্জামান মিরাজ/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।