পটুয়াখালীতে কাঁচা মরিচের কেজিতে কমলো ৫০০ টাকা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৬:০৯ পিএম, ০৪ জুলাই ২০২৩

পটুয়াখালীতে দুদিনের ব্যবধানে কাঁচা মরিচের কেজিতে ৪৫০-৫০০ টাকা পর্যন্ত কমেছে। 

মঙ্গলবার (৪ জুলাই) ২৮০-৩২০ টা কেজি দরে মরিচ বিক্রি হচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, পটুয়াখালীতে খুচরা পর্যায়ে রোববার প্রতি কেজি কাঁচা মরিচ ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। সোমবার কিছুটা কমে বিক্রি হয়েছে ৫০০-৫৫০ টাকা কেজি। তবে মঙ্গলবার দাম কমে ২৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া জাগো নিউজকে বলেন, আমরা সোমবার পটুয়াখালী পৌর নিউ মার্কেটে পাঁচজন ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করেছি। আজও অভিযান পরিচালিত হচ্ছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

আব্দুস সালাম আরিফ/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।