অস্ত্র হাতে ইউএনওর গাড়িচালককে ধাওয়া যুবলীগ নেতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৭:১৪ পিএম, ০৪ জুলাই ২০২৩
দেশীয় অস্ত্র হাতে ইউএনওর গাড়ি চালককে ধাওয়া করা হচ্ছে

দেশীয় অস্ত্র হাতে নাটোরের নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িচালক রুবেলকে ধাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবলীগ নেতার বিরুদ্ধে।

মঙ্গলবার (৪ জুলাই) সকালে উপজেলা পরিষদে এ ঘটনা ঘটে। এদিকে চাইনিজ কুড়াল ও রামদা নিয়ে তাড়া করার একটি ভিডিও জাগো নিউজের হাতে এসেছে।

সিসিটিভির ওই ভিডিওতে দেখা যায়, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব এবং তার এক সঙ্গী মিলে উপজেলা ইউএনওর গাড়িচালক মো. রুবেলকে অস্ত্র হাতে তাড়া করছেন। সে সময় রুবেল জীবন বাঁচাতে সিঁড়ি বেয়ে ওপরে উঠছেন। রুবেলকে ধরতে না পেরে গায়ের জামা ও অস্ত্র হাতে সিঁড়ি বেয়ে নেমে যান আহসান হাবিব।

আহসান হাবিব নিজেকে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচয় দিয়ে থাকলেও তিনি উপজেলা যুবলীগের কেউ নন বলে দাবি করেছেন নলডাঙ্গা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন নকুল।

তিনি বলেন, উপজেলা যুবলীগে আহসান হাবিবের কোনো পদ পদবী নেই। কিছুদিন আগে একটি উপকমিটি গঠন করা হয়েছিল, আহসান হাবিব সেই কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

অভিযোগের বিষয়ে আহসান হাবিবের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও বন্ধ পাওয়া যায়।

ইউএনওর গাড়িচালক রুবেল বলেন, কিছুদিন আগে আহসান হাবীব আমার ভাই খোকনের কাছ থেকে একটি মাইক্রোবাস ভাড়া নেন। কয়েকদিন ব্যবহার করলেও আহসান হাবীব সেই ভাড়ার টাকা পরিশোধ করেননি। আজ সকালে আহসান হাবিব উপজেলা পরিষদ চত্বরে এলে তার কাছে গাড়ি ভাড়ার বিষয়টি জানতে চাইলে হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ সময় আহসান হাবিব আমাকে হত্যার উদ্দেশ্যে চাইনিজ কুড়াল এবং রামদা নিয়ে তাড়া করেন। আমি প্রাণভয়ে দৌড়ে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাই। ঘটনার পর থেকে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ বিষয়ে ইউএনও রোজিনা আক্তার বলেন, গাড়িচালক রুবেলের কাছে বিষয়টি জেনেছি। বিষয়টি জেলা প্রশাসকসহ সিনিয়র কর্মকর্তাদের জানানোর পর আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ সুপার মো. সাইফুর রহমান জাগো নিউজকে বলেন, ঘটনাটি শুনেছি। জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে। আশা করছি কয়েক ঘণ্টার মধ্যে তাদের গ্রেফতার করতে সক্ষম হবে পুলিশ।

রেজাউল করিম রেজা/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।