কালিয়াকৈরে পিকআপে আগুন
ফাইল ছবি
গাজীপুরের কালিয়াকৈরে ইঞ্জিনে আগুন ধরে একটি পিকআপ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে যান অন্তত ১৫ যাত্রী। বুধবার (৫ জুলাই) ভোর ৫টার দিকে উপজেলার খাড়াজোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: মহাসড়কে গাড়িতে হঠাৎ আগুন
ফায়ার সার্ভিস সূত্র জানায়, মঙ্গলবার রাতে টাঙ্গাইল বাইপাস এলাকা থেকে ১৫-১৬ জন যাত্রী নিয়ে কালিয়াকৈর হয়ে গাজীপুরের দিকে যাচ্ছিল পিকআপটি। পথে উপজেলার খাড়াজোড়া রেলওভার ব্রিজের ওপর পৌঁছালে হঠাৎ ইঞ্জিনে আগুন ধরে যায়। পিকআপচালক টের পেয়ে থামিয়ে দিলে পেছনে ও চালকের পাশে থাকা যাত্রীরা নেমে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ পরিদর্শক আতাউর রহমান জানান, অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণ করা হয়। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
আমিনুল ইসলাম/আরএইচ/এএসএম