যুবককে পিটিয়ে হত্যায় প্রেমিকার ভাই গ্রেফতার

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৫:৩৫ পিএম, ০৫ জুলাই ২০২৩

নারায়ণগঞ্জের আড়াইহাজারের পান্ত চন্দ্র দাস হত্যা মামলার এজাহারনামীয় আসামি সাগর চন্দ্র দাসকে (২৫) গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (৫ জুলাই) বিকেলে র‌্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার রিজওয়ান সাঈদ জিকুর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে মঙ্গলবার (৪ জুলাই) দিনগত রাতে অভিযান চালিয়ে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কাওটাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সাগর চন্দ্র দাস আড়াইহাজারের কলাগাছিয়ার বাবুল চন্দ্র দাসের ছেলে।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, নিহত পান্ত চন্দ্র দাসের সঙ্গে একই গ্রামের বাবুল চন্দ্র দাসের মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। এরই ধারাবাহিকতায় গত ২১ জুন রাতে পান্ত চন্দ্র দাস মোবাইল ফোনে যোগাযোগ করে বাবুল চন্দ্র দাসের মেয়ের সঙ্গে দেখা করতে যান। এসময় সাগর চন্দ্র দাসসহ অন্য আসামিরা তাকে কিলঘুষি এবং লাঠি দিয়ে আঘাত করে মারাত্মক জখম করে। খবর পেয়ে পরিবারের লোকজন পান্ত দাসকে তার প্রেমিকার বাড়ির রান্নাঘর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

গত ২৫ জুন মুমূর্ষু অবস্থায় পান্ত দাস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় পান্ত দাসের বাবা বাদী হয়ে আড়াইহাজার থানায় হত্যা মামলা করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন বলে র‌্যাব জানিয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য তাকে আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

রাশেদুল ইসলাম রাজু/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।