সাজেকে পর্যটকবাহী প্রাইভেটকার খাদে, আহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৪:০৪ পিএম, ০৬ জুলাই ২০২৩

রাঙ্গামাটির সাজেকে পর্যটকবাহী প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে দুইজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে সাজেক-বাঘাইহাট সড়কের হাউজ পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাজেক থেকে বাঘাইহাটগামী পর্যটকবাহী ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে প্রায় ৬০-৭০ ফুট পাহাড়ি খাদে পড়ে যায়। গাড়িতে থাকা চার পর্যটকের মধ্যে দুজন গুরুতর আহত হয়েছেন এবং বাকি দুজন সামান্য আহত হন। আহতদের সেনা ও পুলিশের সহযোগিতায় উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আহতরা হলেন মো. শাহরিয়ার ইকবাল (৪২) এবং মো. তাইছির আহমেদ (৪০)। তারা ঢাকা থেকে বেড়াতে এসেছেন বলে জানা যায়।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পাহাড়ের খাদে পড়েছে। এরই মধ্যে আহতদের উদ্ধার করে দীঘিনালা হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়িটি তোলার চেষ্টা করা হচ্ছে।

সাইফুল উদ্দীন/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।