এমবিবিএস ডাক্তার পরিচয়ে ১০ বছর ধরে রোগী দেখে অবশেষে ধরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৫৪ পিএম, ০৬ জুলাই ২০২৩

বৈধ কাগজপত্র ছাড়াই ২০১৩ সাল থেকে মেডিসিন বিশেষজ্ঞ পরিচয়ে চিকিৎসা দিয়ে আসছিলেন নারায়ণগঞ্জের মাকসুদুর রহমান। প্রথম সাক্ষাতে ফি নিতেন ৮০০ টাকা। পরবর্তী সাক্ষাতে ৫০০ টাকা। এভাবে রোগীদের সঙ্গে প্রতারণা করায় তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিনমাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার আমিন আবাসিক এলাকায় নিজ চেম্বারে রোগী দেখার সময় এমবিবিএস পরিচয়ধারী ওই ব্যক্তিকে আটক করা হয়।

এসময় তাকে জরিমানা করেন বন্দর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা রানী কর্মকার।

দণ্ডপ্রাপ্ত মাকসুদুর রহমান ওরফে এমএম রহমান আল মাহাবুবি বন্দরের কল্যান্দী এলাকার আব্দুল হাকিমের ছেলে। তিনি ভুয়া পরিচয় বহন করে নারায়ণগঞ্জ শহরের পলি ডায়াগনস্টিক সেন্টার, পদ্মা ডায়াগনস্টিক সেন্টার, বন্দর উপজেলার আল হাকিম ডায়াগনস্টিক সেন্টার ও লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার এবং বন্দর থানার আমিন আবাসিক এলাকার বিশ্ববন্ধু ব্লাড ডোনেশন ক্লাবসহ মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখে আসছিলেন।

অভিযানে সহযোগিতায় থাকা বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোস্তাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

মোবাশ্বির শ্রাবণ/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।