নারায়ণগঞ্জে সালিশ চলাকালে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৯:১৩ এএম, ০৭ জুলাই ২০২৩

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় সালিশ চলাকালে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রাজিব (২০) নামে এক যুবক খুন হয়েছেন।

বৃহস্পতিবার (৬ জুলাই) রাতে বন্দরের নবীগঞ্জ এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটে। নিহত রাজিব বন্দরের কাইতাখালি এলাকার তারা মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, অটোরিকশা চুরির ঘটনা নিয়ে রাজিবের সঙ্গে কদমতলী এলাকার কালাম মিয়ার ছেলে রাতুলের সঙ্গে পূর্ববিরোধ ছিল। এ নিয়ে বৃহস্পতিবার বিকেলে নবীগঞ্জ এলাকায় বিচার সালিশ বসে। এক পর্যায়ে রাতুলসহ কয়েকজন ক্ষিপ্ত হয়ে রাজিবকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে কৌশলে পালিয়ে যায়।

আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে মুমূর্ষু অবস্থায় রাজিবকে উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জাগো নিউজকে বলেন, হত্যাকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থল পরিদর্শন করি। মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। হত্যাকারীদের গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে।

মোবাশ্বির শ্রাবণ/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।