নিখোঁজের ৪৮ ঘণ্টা পর মিললো দুই শিশুর মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০২:১৮ পিএম, ০৯ জুলাই ২০২৩

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় নিখোঁজের ৪৮ ঘণ্টা পর প্রজেক্টের পুকুর থেকে অন্তর (৬) ও রাসেল উদ্দিন (৭) নামে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৯ জুলাই) বেলা ১১টার দিকে সোনাদিয়া ইউনিয়নের মাইজচরা গ্রামের হেকিম মার্কেট সংলগ্ন সিদ্দিক উল্যার মাছের প্রজেক্টের পুকুর থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহত অন্তর সোনাদিয়া ইউনিয়নের মাইজচরা হেকিম মার্কেট এলাকার মজুগো বাড়ির নূরনবী হোকির ছেলে এবং একই বাড়ির মো. আজহার উদ্দিনের ছেলে রাসেল উদ্দিন। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

আরও পড়ুন: তিস্তায় নৌকা ডুবে তিন শ্রমিক নিখোঁজ

শিশুদের পারিবারিক সূত্র জানায়, শুক্রবার (৭ জুলাই) সকাল থেকে শিশু দুটিকে পাওয়া যাচ্ছিল না। বাড়ির পাশে খেলতে গিয়ে আর ফিরে আসেনি তারা। তাদের খোঁজ না পেয়ে এলাকায় মাইকিংও করা হয়। কিন্তু শিশুদের খুঁজে না পেয়ে দিশেহারা হয়ে পড়ে আত্মীয়-স্বজনসহ তাদের পরিবার।

সোনাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. মেহেদী হাসান জাগো নিউজকে বলেন, রোববার সকালে পথচারী এক নারী শিশু দুটিকে পুকুরে ভাসতে দেখে চিৎকার দিতে থাকে। পরে পরিবারের লোকজন এসে মরদেহগুলো হারানো দুই শিশু বলে চিহ্নিত করে। পরে পুলিশে খবর দেওয়া হয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন জাগো নিউজকে বলেন, প্রজেক্টের পুকুর থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইকবাল হোসেন মজনু/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।