বগুড়ায় হত্যাকাণ্ডের ৭ মাস পর আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০২:৪১ পিএম, ০৯ জুলাই ২০২৩

বগুড়ায় পাওনা টাকার দ্বন্দ্বে মুদি দোকানি জাকিরুল ইসলামকে হত্যার সাতমাস পর গ্রেফতার হলেন আসামি জাহাঙ্গীর হোসেন।

শনিবার (৮ জুলাই) রাত ১০ টার দিকে ঢাকার আশুলিয়া শ্রীপুর বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রোববার (৯ জুলাই) র্যাব-১২ বগুড়া স্কোয়াড কমান্ডার ( সিনিয়র সহকারী পুলিশ সুপার) নজরুল ইসলাম এসব তথ্য জানান।

গ্রেফতার জাহাঙ্গীর হোসেন (২২) বগুড়ার ধুনট উপজেলার মাজবাড়ি গ্রামের মৃত মোকলেছুর রহমানের ছেলে।

র্যাবের স্কোয়াড কমান্ডার নজরুল ইসলাম জানান, বগুড়ার শাজাহানপুরের বাসিন্দা জাকিরুল ইসলাম ধুনটের মাজবাড়িতে বিয়ে করেন। এরপর থেকে সেখানেই বসবাস করতেন তিনি। শ্বশুরবাড়ি এলাকায় প্রতিবেশি হওয়ায় জাহাঙ্গীরের সাথে বন্ধুত্ব গড়ে উঠে জাকিরুলের। মাঝে তারা দুইজন ঢাকার আশুলিয়া ইপিজেডে শ্রমিক হিসেবে কিছুদিন কাজ করেন। তখন জাহাঙ্গীরের কাছ থেকে ৫০০ টাকা ধার নেন জাকিরুল। কিছুদিন পর দুইজন আবারও ধুনটে ফিরে আসেন ও জাকিরুল মুদি দোকান দিয়ে ব্যবসা শুরু করেন। ভালো বন্ধুত্ব থাকায় বিভিন্ন সময়ে ওই দোকান থেকে দুই হাজার ৬০০ টাকা বাকি নেয় জাহাঙ্গীর। গত বছর ৯ ডিসেম্বরের জাকিরুলের কাছে পাওনা ৫০০ টাকা ফেরত চান তিনি। এ সময় আগে দোকানে বাকি থাকা টাকা পরিশোধ করতে বলেন জাকিরুল। এ নিয়ে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে রাত ৮টার দিকে জাহাঙ্গীর দোকান থেকে জাকিরুলকে টেনেহিঁচড়ে বের করে লাঠি দিয়ে মাথায় এলোপাতাড়ি পিটিয়ে হত্যা করে।

সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, এই ঘটনায় ১১ ডিসেম্বর নিহত জাকিরুলের ভাই জাহাঙ্গীর আলম ধুনট থানায় হত্যা মামলা করেন। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন জাহাঙ্গীর। অবশেষে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে সোপর্দ করার জন্য ধুনট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।