হাতিয়ায় ট্রলারডুবি: ৪ দিন পর নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মাছ ধরার ট্রলারডুবির ঘটনার চারদিন পর জেলে আবদুর রহিমের (৬৬) মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (৯ জুলাই) সকালে স্থানীয় জেলেরা নিজেদের চেষ্টায় মাঝ নদী থেকে মরদেহটি উদ্ধার করেন। পরে বেলা সাড়ে ১১টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নিহত আবদুর রহিম বুড়িরচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বড়দেইল গ্রামের হাজির বাজার সংলগ্ন মৃত আবদুল হালিমের ছেলে।
ডুবে যাওয়া ট্রলারের মাঝি মোজাম্মেল হক (৫৬) মরদেহ উদ্ধারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রশাসনের সহযোগিতা না পেয়ে স্থানীয় জেলেদের নিয়ে শনিবার (৮ জুলাই) রাতে রহমত বাজার ঘাট থেকে ২৯ কিলোমিটার দক্ষিণ-পূর্বে মাঝ নদীতে ডুবন্ত ট্রলারটি পাই। পরে ১০ ঘণ্টা চেষ্টা চালিয়ে রোববার ভোরে জেলে আবদুর রহিমের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মোজাম্মেল হক আরও বলেন, ২১ জেলে নিয়ে মাছ ধরতে গেলে বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে ঝড়ের কবলে পড়ে মাঝ নদীতে ট্রলারটি ডুবে যায়। পার্শ্ববর্তী আলাউদ্দিন মাঝির ট্রলারে আমরা ২০ জন উঠতে পারলেও ট্রলারে আটকা পড়ে ডুবে যান আবদুর রহিম। এ বিষয়ে উপজেলা প্রশাসন, কোস্টগার্ড, নৌপুলিশকে জানানো হলেও কেউ সহযোগিতা করেননি।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কায়সার খসরু জাগো নিউজকে বলেন, ট্রলারডুবি ও জেলের মরদেহ উদ্ধারের বিষয়টি শুনেছি। তবে কেউ আমাদের কাছে অভিযোগ করেননি।
এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও কোস্টগার্ড ও নৌপুলিশের বক্তব্য পাওয়া যায়নি।
ইকবাল হোসেন মজনু/এসআর/জিকেএস