বাচ্চার গায়ে বল লাগা নিয়ে দ্বন্দ্বে খুন, মূল আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৫:০৯ পিএম, ১০ জুলাই ২০২৩

বগুড়ায় বাচ্চার গায়ে বল লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর জসিম হত্যা মামলার মূল আসামি রাব্বিকে (২২) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার (১০ জুলাই) সকাল ১০টার দিকে সদরের কলোনী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রাব্বি সদরের চকলোকমান এলাকার মৃত ইসরাফিলের ছেলে।

সোমবার দুপুরে র‌্যাব কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন এসব তথ্য জানান।

এর আগে ৭ জুলাই শুক্রবার সদরের চকলোকমান কলোনীর দোতলা মসজিদ মাঠে ফুটবল খেলার সময় জসিমের পরিবারের এক বাচ্চার গায়ে বল লাগে। তখন ছেলেটি মাটিতে পড়ে যায়। এ নিয়ে রাব্বি ও জসিমের পরিবারের মধ্যে দ্বন্দ্ব হয়। এক পর্যায়ে পরদিন শনিবার রাব্বিসহ কয়েকজন জসিমের ওপর আক্রমণ করেন। এ সময় লাঠি ও ধারালো চাকু দিয়ে তারা জসিমকে আঘাত করেন। পরে অচেতন অবস্থায় জসিমকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মীর মনির হোসেন বলেন, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে র‌্যাবের একটি টিম আসামিকে ধরতে অভিযানে নামে। অভিযানকালে শহরের কলোনি এলাকা থেকে সোমবার সকাল ১০টার দিকে মামলার মূল আসামি রাব্বিকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যার কথা স্বীকার করেছেন। তবে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্ব ও পূর্ব শত্রুতার জেরে আসামি রাব্বি জসিমকে হত্যা করেন।

এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।