‘ছড়িয়ে দাও অক্সিজেন, বাঁচিয়ে দাও প্রাণ’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ১০ জুলাই ২০২৩

‘ছড়িয়ে দাও অক্সিজেন, বাঁচিয়ে দাও প্রাণ’ স্লোগানে রোটার্যাক্ট ক্লাব অব রাঙ্গামাটির আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ জুলাই) বিকেলে গোধূলি আমানত বাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।

এতে রোটার্যাক্ট ক্লাব অব রাঙ্গামাটির সভাপতি রোটারেক্টর নাজমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গোধূলি আমানত বাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাছিনা বেগম।

‘ছড়িয়ে দাও অক্সিজেন, বাঁচিয়ে দাও প্রাণ’

নাজমা আক্তার বলেন, রোটার্যাক্ট ক্লাব সারা বিশ্বে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের বিভিন্ন ক্লাব কাজ করছে। আমরা চাই পুরো বিশ্ব সবুজে ভরে যাক। গাছ আমাদের বন্ধু, গাছ লাগানোর মধ্য দিয়ে আমরা অক্সিজেন ছড়িয়ে দিতে চাই।

এসময় আরও উপস্থিত ছিলেন রোটারেক্ট ক্লাব অব রাঙ্গামাটির পিপি রোটারেক্টর আমিনুল ইসলাম রাতুল, আইপিপি রোটারেক্টর আলী হোসেন, ক্লাবের সহ-সভাপতি রোটারেক্টর সাইফুল হাসান, ক্লাব সচিব রোটারেক্টর সাদিয়া ইয়াসমিন পান্না, কমিউনিটি সার্ভিস ডিরেক্টর রোটারেক্টর সাজেদা আক্তার, সার্জেন্ট অ্যান্ড আর্মস রোটারেক্টর ইকবাল খন্দকার।

সাইফুল উদ্দীন/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।