রেললাইনের পাশে পড়েছিল অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৯:১২ পিএম, ১০ জুলাই ২০২৩

ফেনীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তি (৪৬) নিহত হয়েছেন। সোমবার (১০ জুলাই) দুপুরে ঢাকা-চট্টগ্রাম রেলপথের আলোকদিয়া এলাকা এ ঘটনা ঘটে।

রেল পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই এলাকায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশ ক্যাম্পে জানায়। পরে রেল পুলিশের সদস্যরা মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন: ট্রেনে কাটা পড়ে মা-মেয়েসহ ৪ নারী নিহত

রেল পুলিশের এসআই মো. আমজাদ আলী বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় লাকসাম জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা করার প্রস্তুতি চলছে।

আবদুল্লাহ আল-মামুন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।