ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৮:৩৮ এএম, ১১ জুলাই ২০২৩

মাদকসহ নেত্রকোনা জেলা ছাত্রলীগের সহ- সভাপতি আবু রায়হান প্রবানকে (২৭) আটক করেছে পুলিশ।

সোমবার (১০ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জেলার মোহনগঞ্জ পৌরশহরের টেংগাপাড়া থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ও এক গ্রাম হেরোইন পাওয়া যায়।

আটক আবু রায়হান প্রবান মোহনগঞ্জ উপজেলার মাঘান-শিয়াধার ইউনিয়ন চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি জেলার মোহনগঞ্জ পৌরশহরের মাইলোড়া এলাকায় বসবাস করেন।

আরও পড়ুন: নেত্রকোনা-৪ আসনের এমপি রেবেকা মমিন আর নেই

অভিযান পরিচালনাকারী এসআই কানাই লাল চক্রবর্তী বলেন, মাদক কেনাবেচার খবরে শহরের টেংগাপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি ঘরে প্রবানকে পাওয়া যায়। পরে শরীর তল্লাশি করে ১০পিস ইয়াবা ও এক গ্রাম হেরোইন পাওয়ার পর প্রবানকে আটক করা হয়।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় প্রবানের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে মঙ্গলবার আদালতে পাঠানো হবে।

এইচ এম কামাল/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।