হাঁসে ধানের বীজ খাওয়ায় বড় ভাইয়ের কান ও পায়ের রগ কাটলেন ছোট ভাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৮:৫৭ এএম, ১১ জুলাই ২০২৩

ঝালকাঠির রাজাপুরে হাঁসে ধানের বীজ খাওয়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের কান ও পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে।

সোমবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পশ্চিম বাদুরতলা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম মজিবুর হাওলাদার (৬০)। অভিযুক্ত হাবিব হাওলাদার তার ছোট ভাই। তারা পশ্চিম বাদুরতলা গ্রামের মৃত পবন আলী হাওলাদারের ছেলে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বাড়ির সামনে কবরস্থানের কাছে জমিতে হাঁসে বীজ খাওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বড় ভাই মজিবর হাওলাদারকে দা দিয়ে মাথায় কোপ দেন হাবিব হাওলাদার। এতে মজিবরের বাম কান পুরোটা কেটে যায়। পরে ডান পায়ের হাঁটুর নিচে রগ কেটে দেন হাবিব।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা মজিবর হাওলাদারকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠিয়ে দেন।

রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় বলেন, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আতিকুর রহমান/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।