বরিশালে নির্বাচনী সহিংসতায় যুবক নিহত
বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার ভাষানচর ইউনিয়নের বড়াইয়া গ্রামে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত দুই ইউপি সদস্যের মধ্যে সংঘর্ষে সমির চারু (৪২) নামে এক কর্মী নিহত হয়েছেন। এ সময় আরো কয়েকজন আহত হয়েছেন। বুধবার সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সমির চারু বড়াইয়া গ্রামের রজ্জাক চারুর ছেলে এবং ইউপি সদস্য প্রার্থী মো. সবুজের কর্মী বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয়রা জানান, মেহেন্দীগঞ্জ উপজেলার ভাষানচর ইউনিয়নে তৃনমূল নেতা-কর্মী ও সমর্থকদের রায়কে উপেক্ষা করে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয় নজরুল ইসলাম চুন্নুকে। ওই ইউনিয়ন থেকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হন মজিবুর রহমান প্যাদা। নজরুল ইসলাম চুন্নুর অনুসারী মো. ফরিদ ওই ইউনিয়নের একটি ওয়ার্ড থেকে সদস্য প্রার্থী হন। অপরদিকে ওই ওয়ার্ডে মজিবুর রহমান প্যাদার অনুসারী মো. সবুজও প্রার্থী হন। আসন্ন নির্বাচনে ইউপি সদস্য প্রার্থী মো. সবুজের কর্মী ছিলেন সমির চারু।
তফসিল ঘোষণার পর থেকেই ইউপি সদস্য প্রার্থী মো. ফরিদ এবং মো. সবুজের কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছিল। এরই ধারাবহিকতায় সকালে বাক-বিতণ্ডার এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায় । এতে ঘটনাস্থলেই সমির চারু নিহত হন। সংঘর্ষে আরো কয়েকজন আহত হন।
জেলা পুলিশ সুপার এসএম আক্তারুজ্জামান জানান, নির্বাচনী বিরোধ থেকে সমির চারু নামে একজন নিহত হয়েছেন। সমির ইউপি সদস্য প্রার্থী মো. সবুজের কর্মী ছিলেন বলে জানা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল মেডিকেলে পাঠানো হচ্ছে। এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।
সাইফ আমীন/এসএস/এমএস