নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৭:৫১ পিএম, ১১ জুলাই ২০২৩

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর (২৮) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের তারাকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

পূর্বধলা রেল স্টেশনের বুকিং সহকারী মো. আব্দুল মোমেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জাগো নিউজকে তিনি বলেন, মঙ্গলবার সকালে জারিয়া থেকে ময়মনসিংহগামী একটি লোকাল ট্রেনের কাটা পড়ে ওই নারী মারা যান।

শ্যামগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হারুন-অর রশিদ জাগো নিউজকে বলেন, এখনো মরদেহের পরিচয় পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এইচ এম কামাল/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।