নির্বাচনী প্রচারণার চা-নাশতা বানানোর সময় হঠাৎ মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৯:১৩ এএম, ১২ জুলাই ২০২৩

ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন হবে। তাই ব্যাপকভাবে প্রচার প্রচারণা চালাচ্ছেন চেয়ারম্যান প্রার্থীরা। ভোটার ও কর্মী সমর্থকদের নিয়ে চলছে বৈঠক মতবিনিময়। আর তাদের জন্য চা বানানোর সময় প্রাণ হারিয়েছেন আমানুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি।

মঙ্গলবার (১১ জুলাই) রাতে নীলফামারীর জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের গোলনা ইসলামিয়া ফাজিল মাদরাসায় এ ঘটনা ঘটে। আমানুল ইসলাম চিড়াবিজা গোলনা নদীর পাড় এলাকার মৃত আব্বাস আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৭ জুলাই অনুষ্ঠিত হবে গোলনা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন। এ নির্বাচনে গোলনা ইসলামিয়া ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হোসাইন আহম্মেদ আলমের বাবা মাওলানা মনছুর আলী টেবিলফ্যান প্রতীকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মাদরাসার অধ্যক্ষের কথা মতো নির্বাচনী প্রচারণার শুরু থেকেই মাদরাসার কয়েকটি শ্রেণিকক্ষে টেবিল ফ্যান প্রতীকের ভোটার ও কর্মীদের চা-নাশতা খাওয়ানোর ব্যবস্থা করা হয়। সেই চা-নাশতা বানাতেন আমানুল ইসলাম।

মঙ্গলবার রাতে আমানুল ভোটার ও কর্মীদের জন্য বৈদ্যুতিক কেটলি ব্যবহার করে চা বানাচ্ছিলেন। এ সময় হঠাৎ তিনি লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুঞ্জন ওঠে নির্বাচনী প্রচারণার চা বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান আমানুল।

এ বিষয়ে জানতে অধ্যক্ষ হোসাইন আহম্মেদ আলমের মোবাইল নম্বরে কল দিলে তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম জাগো নিউজকে বলেন, বৈদ্যুতিক শকের কোনো আলামত পাওয়া যায়নি। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে দেওয়া হয়।

রাজু আহম্মেদ/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।