আমবাগান দেখতে চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছেন কৃষিমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৪:৫০ পিএম, ১২ জুলাই ২০২৩
ফাইল ছবি

একদিনের সরকারি সফরে বৃহস্পতিবার (১৩ জুলাই) চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। এদিন জেলায় বিভিন্ন আমবাগান পরিদর্শন করবেন মন্ত্রী।

বৃহস্পতিবার তিনি বিমানযোগে সকাল সোয়া ৮টায় রাজশাহী পৌঁছাবেন। পরে সকাল ৯টায় রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে যাত্রা করবেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক পলাশ সরকার এ তথ্য নিশ্চিত করে বলেন, মন্ত্রী সকাল দশটায় চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায় আমবাগান এবং আমচাষি রফিকুল ইসলামের বাগান পরিদর্শন করবেন। দুপুর ১২টায় শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নে আজান ট্রেড ইন্টারন্যাশনালের মাল্টি সংরক্ষাণাগার এবং ছত্রাজিতপুর পলিনেট হাউজ পরিদর্শন করবেন।

এদিন বিকেল তিনটায় মন্ত্রী আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, বিএআরআই, চাঁপাইনবাবগঞ্জে আম উৎপাদন ও বিপণন বিষয়ে কর্মশালায় যোগদান করবেন।

বিকেল সাড়ে ৪টায় চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর উদ্দেশে রওনা হবেন। এদিন সন্ধ্যা সোয়া ৬টায় মন্ত্রী বিমানযোগে ঢাকার উদ্দেশে রাজশাহী ত্যাগ করবেন।

সোহান মাহমুদ/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।