রাজধানীতে পাল্টাপাল্টি সমাবেশ
ফাঁকা রাস্তায় স্বাচ্ছন্দ্যে যাতায়াতে খুশি যাত্রীরা
রাজধানীতে বিএনপি-আওয়ামী লীগের পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে যানবাহনের চাপ নেই। সড়কটিতে অন্য সময় চাপ থাকলেও এদিন দূরপাল্লার যানবাহনগুলো স্বাভাবিকভাবে গন্তব্যে ছেড়ে যেতে দেখা গেছে।
বুধবার (১২ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্ট ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, সড়কে অন্যান্য দিনের তুলনায় যানবাহন কম দেখা গেছে। তবে পুলিশের তল্লাশি চলাকালীন সময়ে মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় যানবাহনগুলো কিছুক্ষণ ধীরগতিতে চলাচল করেছে।
ইসমাইল হোসেন নামের এক যাত্রী জানান, সবসময় এ মহাসড়কটিতে যানবাহনের চাপ লেগেই থাকতো। তবে আজ রাস্তা অনেকটা ফাঁকা। স্বাচ্ছন্দ্যে যাতায়াত করে ভালো লাগছে।
আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাপ বাড়লেও নেই যানজট
জাহাঙ্গীর হোসেন নামের আরেক যাত্রী জানান, যানবাহন কম থাকায় বাস পেতে কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। তবে সময়ে মতো যেতে পেরেছি।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন জানান, সকাল থেকে এখন পর্যন্ত সাইনবোর্ড এলাকায় অবস্থান করছি। এখন পর্যন্ত কোথাও যানজট সৃষ্টি হয়নি। যানজট নিরসনে আমরা সবসময় সড়কে রয়েছি। কী কারণে মহাসড়কে যানবাহনের সংখ্যা কম সেটি জানা নেই।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নাশকতা যাতে না হয় সেজন্য পুলিশ মহাসড়কে অবস্থান নিয়েছে। মৌচাক পয়েন্টে আমাদের ২০ জন পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। চেকপোস্ট চলাকালীন সময়ে যানবাহনগুলো ধীরগতিতে চলাচল করছে। কিন্তু কোনো যানবাহনকে চলাচলে বাধা দেওয়া হচ্ছে না।
রাশেদুল ইসলাম রাজু/আরএইচ/জিকেএস