কলা বিক্রির বকেয়া টাকা চাওয়ায় কৃষককে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ১২ জুলাই ২০২৩

নাটোরে কলা বিক্রির বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে আবুল কালাম (৪০) নামের এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (১২ জুলাই) সকাল ৮টার দিকে নাটোর সদর উপজেলার কাফুরিয়া বাজারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম কাফুরিয়া গ্রামের রিফিউজি পাড়া এলাকার আব্দুর রাজ্জাক কানুর ছেলে।

কালামের পরিবারের দাবি, পাওনা টাকা চাওয়ায় তাকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করেছেন স্থানীয় কামাল হোসেন। অভিযুক্ত কামাল একই গ্রামের পশ্চিম পাড়া এলাকার শুকচানের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত এপ্রিলে কাফুরিয়া বাজারের কলা ব্যবসায়ী কামাল হোসেন একই এলাকার কৃষক কালামের কাছ থেকে দুই লাখ টাকার কলা কেনেন। বুধবার সকালে কামালের কাছে সেই পাওনা টাকা চান কালাম। এ নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে কামাল হোসেন গাছের ডাল দিয়ে কালামকে মারপিট করেন। এতে ঘটনাস্থলেই আহত কালাম মারা যান।

এ ঘটনায় বক্তব্য জানতে কামাল হোসেনের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে নম্বর বন্ধ পাওয়া যায়। তবে ঘটনাস্থলে উপস্থিত একাধিক ব্যক্তি জানান, কালাম মারা গেলে এলাকা থেকে দৌড়ে পালিয়ে যান কামাল।

নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম বলেন, মরদেহ নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

রেজাউল করিম রেজা/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।