সড়কে কচুগাছ লাগিয়ে প্রতিবাদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৫:২০ পিএম, ১২ জুলাই ২০২৩

দীর্ঘদিনেও সংস্কার না করায় ঝালকাঠি পৌর শহরের একটি সড়কে কচুগাছ লাগিয়ে প্রতিবাদ করেছেন স্থানীয়রা।

বুধবার (১২ জুলাই) বেলা ১১টায় শহরের টাউন মসজিদের সামনের সড়কে মানববন্ধন ও কচুগাছ লাগিয়ে অভিনব এ প্রতিবাদ জানান তারা।

সড়কে কচুগাছ লাগিয়ে প্রতিবাদ

ঝালকাঠি শহরের বান্ধাঘাট থেকে কাঠপট্টি ট্রলারঘাট পর্যন্ত সড়কটি কয়েক বছর ধরে খানাখন্দে ভরা। সড়কের এ বেহাল দশার কারণে এলাকাবাসী পৌরসভার প্রতি ক্ষুব্ধ হয়ে এ প্রতিবাদ জানান।

স্থানীয় শহিদুল ইসলাম বলেন, ‘বান্ধাঘাট থেকে কাঠপট্টি ট্রলারঘাট পর্যন্ত সড়কটি কয়েক বছর ধরে চলাচলের অনুপযোগী। সামান্য বৃষ্টি হলেই হাঁটুসমান পানি জমে। স্কুল-কলেজের অনেক শিক্ষার্থী এ সড়ক দিয়ে যাতায়াতের সময় পড়ে গিয়ে আহত হন। তাদের পোশাক নোংরা হয়ে যায়। এ সড়ক দিয়ে কোনো রোগীকে হাসপাতালে নিতেও অনেক সমস্যায় পড়তে হয়।’

সড়কে কচুগাছ লাগিয়ে প্রতিবাদ

সৈকত হোসেন নামের আরেকজন বলেন, ‘ঝালকাঠি প্রথম শ্রেণির পৌরসভা হওয়া সত্ত্বেও তেমন কোনো উন্নয়ন হয়নি। বান্ধাঘাট থেকে কাঠপট্টি ট্রলারঘাট পর্যন্ত সড়ক দিয়ে দৈনিক হাজার হাজার মানুষ চলাচল করেন। সড়কটির বেহাল দশা। তারপরও পৌর কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না। তাই আমরা সড়কে কচুগাছ লাগিয়ে প্রতিবাদ করেছি। পাশাপাশি সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানাই।’

এ বিষয়ে পৌর কাউন্সিলর হুমায়ুন কবির সাগর বলেন, পরবর্তী মিটিংয়ে আলোচনা করে সড়কটি দ্রুত সংস্কারে পদক্ষেপ নেওয়া হবে।

আতিকুর রহমান/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।