সান্তাহারে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুই যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৪:১০ পিএম, ১৩ জুলাই ২০২৩

বগুড়ার আদমদীঘির সান্তাহারে নির্মাণাধীন রেলব্রিজ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে সান্তাহার রেলওয়ে থানায় তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়।

এর আগে বুধবার গভীর রাতে সান্তাহার ইউনিয়নের ডাঙ্গাপাড়ার ওই রেলব্রিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন, গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার ভুতমারা কালিতলাহাট গ্রামের মৃত বাবলু রহমানের ছেলে শুভ ওরফে শুভেচ্ছা (২৬) ও দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বড়খুর গ্রামের হামিদুল ইসলামের ছেলে রেজোয়ানূল ইসলাম রেজাউল (৪১)।

পুলিশ সূত্রে জানা যায়, সান্তাহার রেলওয়ে থানাধীন ডাঙ্গাপাড়া এলাকায় রেলওয়ের নির্মাণাধীন ব্রিজের পাশে প্রায়ই চুরি, ছিনতাইয়ের ঘটনা ঘটে। বুধবার রাতে ওই নির্মাণাধীন ব্রিজের কাছে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে পুলিশ অভিযান চালায়। এ সময় দেশীয় অস্ত্রসহ দুজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ছোরা, একটি হাসুয়া ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বলেন, গ্রেফতার শুভ ও রেজাউলের নামে বিভিন্ন থানায় ডাকাতি, চুরি, ছিনতাই ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।