জীবনের প্রথম লং জার্নিতেই হেরে গেলেন রুবেল
নাটোরে ট্রাকের ধাক্কায় রুবেল ইসলাম (৩০) নামে নৌবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার গাজীপুর বিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রুবেল ইসলাম রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার বালিয়া গ্রামের মো. নাজিমুদ্দিনের ছেলে। তিনি বাংলাদেশ নৌবাহিনীর খুলনা নৌ ঘাঁটিতে মিউজিশিয়ান পদে কর্মরত ছিলেন।

ঝলমলিয়া হাইওয়ে থানার সার্জেন্ট জাহিদুল ইসলাম জানান, মোটরসাইকেল আরোহী রুবেল ইসলাম বনপাড়া থেকে নাটোরের দিকে যাচ্ছিলেন। পথে নাটোর থেকে ঢাকাগামী একটি দ্রুতগতির ট্রাক মোটরসাইকেলটি ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছে ধাক্কা খায়। এতে মোটরসাইকেল আরোহী রুবেল ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ ট্রাকটি জব্দ করলেও ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে আজ নতুন কেনা মোটরসাইকেল নিয়ে খুলনা থেকে রাজশাহীর উদ্দেশে রওনা দেওয়ার আগে ফেসবুকে স্ট্যাটাস দেন রুবেল ইসলাম। সেখানে তিনি লেখেন ‘খুলনা টু রাজশাহী জীবনের প্রথম বাইক নিয়ে লং জার্নি। সবাই দোয়া করবেন যেন সহি-সালামতে পৌঁছাতে পারি।’ কিন্তু গন্তব্যে আর পৌঁছানো হলো না রুবেলের। তার আগেই ঘাতক ট্রাক কেড়ে নিলো এই নৌ-সদস্যের প্রাণ।
রেজাউল করিম রেজা/এফএ/এএসএম