আড়াই কেজির দইয়ে ভাঁড়ের ওজনই ১ কেজি!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৯:৪৩ পিএম, ১৩ জুলাই ২০২৩

আড়াই কেজি দইয়ের দাম নিলেও সেখানে দই রয়েছে মাত্র দেড় কেজি। বাকি প্রায় এক কেজি (৯৫৬ গ্রাম) দই রাখা ভাঁড়ের ওজন। অথচ দই বিক্রির সময় ভাঁড়ের ওজন বাদ দেওয়া হয় মাত্র ২৪০ গ্রাম।

এভাবে দই বিক্রিতে প্রতারণা ও ওজনে কম দেওয়ার প্রমাণ মিলেছে নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় ঐতিহ্যবাহী শিলা মিষ্টিবাড়ি শাখায়। দই বিক্রিতে এমন প্রতারণার দায়ে ওই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর এ অভিযান পরিচালনা করেন।

বিষয়টি নিশ্চিত করে সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, ভোক্তাদের সঙ্গে প্রতারণা করায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রেজাউল করিম রেজা/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।