ভাই-বোন খুন

চাচাকে প্রধান আসামি করে মামলা, গ্রেফতার ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ১০:৩৯ এএম, ১৫ জুলাই ২০২৩

কিশোরগঞ্জের হোসেনপুরে দেশীয় অস্ত্র দিয়ে সহোদর ভাই-বোন খুনের ঘটনায় তাদের চাচা আব্দুল কাদিরসহ সাতজনের নামে হোসেনপুর থানায় মামলা হয়েছে।

শুক্রবার (১৪ জুলাই) রাতে নিহতদের বাবা মো. সামছুদ্দিন মামলাটি করেন। মামলায় প্রধান আসামির স্ত্রী ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত মাহমুদুল হাসান আলমগীর (৩২) ও তার বোন নাদিরা আক্তার (২৩) উপজেলার শাহেদল ইউনিয়নের উত্তর কুড়িমারা গ্রামের সামছুদ্দিনের ছেলে মেয়ে।

পুলিশ সূত্রে জানা যায়, বিরোধপূর্ণ জমিতে গাছের চারা লাগানোকে কেন্দ্র করে বুধবার শামসুদ্দিনের সঙ্গে তার ভাই কাদির ও ভাতিজাদের কথাকাটাকাটি হয়। এ ঘটনার জেরে বৃহস্পতিবার সকালে শামসুদ্দিন ও তার পরিবারের সদস্যের দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন কাদিরের লোকজন।

আরও পড়ুন: বিরোধপূর্ণ জমিতে গাছ লাগানো নিয়ে দ্বন্দ্ব, হামলায় ভাই-বোন খুন

এতে ঘটনাস্থলেই মাহমুদুল হাসান আলমগীরের মৃত্যু হয়। এসময় গুরুতর আহত নাদিরা, সালমান (২২), খাদিজা আক্তার (৫৮) ও শামসুদ্দিনকে (৬২) স্থানীয়রা উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নাদিরাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে তার মৃত্যু হয়।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান টিটু জানান, নিহতদের বাবা মো. সামছুদ্দিন শুক্রবার রাতে তার ছোট ভাই আব্দুল কাদিরকে প্রধান আসামি করে সাতজনের নাম উল্লেখ করে মামলা করেছেন। এ ঘটনায় প্রধান আসামির স্ত্রী ফরিদা ইয়াসমিন (৪০) ও ছেলে ইমরানকে গ্রেফতার করা হয়েছে। অন্যরা পলাতক থাকায় তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এসকে রাসেল/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।