চুরির ছাগল বিক্রি করতে গিয়ে জনতার পিটুনি খেলেন ২ যুবক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৭:০৪ পিএম, ১৬ জুলাই ২০২৩
চুরির মামলায় দুজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়ে পুলিশ

চুরি করা ছাগল বিক্রির সময় জনতার হাতে আটক হয়েছেন দুই যুবক। তাদের পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

রোববার (১৬ জুলাই) সকালে মেহেরপুরের গাংনী উপজেলার খাসমহল গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেফতার দুজন হলেন- গাংনী উপজেলার রামদেবপুর গ্রামের আশাদুল ইসলামের ছেলে পারভেজ হোসেন (২০) ও একই গ্রামের আব্দুল হামিদের ছেলে রনি আহম্মেদ (২৫)।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জাগো নিউজকে বলেন, আটক দুজনই পেশাদার চোর হিসেবে পরিচিত। এরা মোটরসাইকেল ও ইজিবাইকে বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরতো। সুযোগ পেলেই ছাগল চুরি করে বিক্রি করতো।

ওসি আরও বলেন, সকালে এরা দুজনই প্যান্ট-শার্ট পরে একটি ছাগল বিক্রি করতে যায় খাসমহলে। এ সময় তাদের কথাবার্তায় অসংলগ্নতা দেখা দিলে জনতা তাদের আটক করে। ছাগল চুরির কথা জানালে স্থানীয়রা পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। দুজনকেই চুরির মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আসিফ ইকবাল/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।