কলাপাড়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক অসন্তোষ, হামলায় আহত ২০

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০৬:০৫ পিএম, ১৭ জুলাই ২০২৩

পটুয়াখালীর কলাপাড়ায় আরপিসিএল ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে বেতন-ভাতা নিয়ে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শ্রমিকদের হামলায় নিরাপত্তাকর্মীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে অফিসসহ একাধিক যানবাহন।

সোমবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আহত শ্রমিকদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বেতন-ভাতা নিয়ে সকালে দফায় দফায় বিক্ষোভ করেন শ্রমিকরা। এসময় তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত পুলিশ ও নিরাপত্তাকর্মীরা বাধা দিলে শ্রমিকরা তাদের ওপর হামলা চালান। চীনা নাগরিকদের অফিস ভাঙচুর করা হয়। পরে কলাপাড়া থানাপুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তাকর্মী সাইফুল ইসলাম বলেন, চাইনিজদের সঙ্গে শ্রমিকদের বেতন নিয়ে এ ঝামেলার সৃষ্টি হয়েছে। ভেতরে অনেক মানুষ আহত হয়েছেন। বেশ কয়েকটি অফিসসহ একাধিক গাড়ি ভাঙচুর করা হয়েছে।

এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ বলেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। শ্রমিকদের সঙ্গে বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষের সমঝোতার আলোচনা চলছে।

আসাদুজ্জামান মিরাজ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।